অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠের বাড়িতে হানা, বীরভূমে যৌথ তল্লাশিতে ইডি ও সিবিআই

CBI and ED Joint Operation

আজই ইডির একটি দল হানা দিয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং এক নেতার বাড়িতে।

বুধবার সকাল থেকে বীরভূমের একাধিক জায়গায় সিবিআই ও ইডির হানা। শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউস থেকে দুটি দলে বিভক্ত হয়ে যায় ইডির দল। নানুরের বাসাপাড়ার দিকে যায় একটি দল। অন্যতম যায় সিউড়ির দিকে।

https://bfpackaging.in/

ইতিমধ্যে কয়লা পাচার মামলায় সিবিআই-এর নজরে রয়েছেন অনুব্রত৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতার দেহরক্ষী সায়গল হোসেনকে। ইলামবাজার-সহ বীরভূমের বিভিন্ন জায়গায় সায়গলের কোটি কোটি টাকার সম্পত্তির হদিস মিলেছে৷ সূত্রের খবর, এই সায়গলকে জেরা করেই উঠে এসেছে অনুব্রত ঘনিষ্ঠ টুডু ও কেরিমের নাম। সায়গলের ব্যবসা দেখভালের দায়িত্বে ছিলেন এই টুডু মণ্ডল৷ অন্য দিকে, তাঁদের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল। সেই সূত্র ধরেই এদিন ইডি ওই দুই বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে বলে খবর৷

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বীরভূমের সিউড়িতে পাথর ব্যবসায়ী টুডু মণ্ডলের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। ইডির অপর একটি দল পৌঁছে যায় বাসাপাড়া এলাকার একটি বাড়িতে। ওই বাড়ির মালিক আবার বীরভূম জেলা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান। তাঁরা দু’জনই অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত।

এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলায় জেলায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার রাতেই শান্তিনিকেতনে পৌঁছে যায় ইডির একটি দল। অপর একটি দল পৌঁছয় বুধবার সকালে৷ সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে-বেনামে থাকা একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। একাধিক বাড়ি, ফ্ল্যাটে তল্লাশি চালাবে অফিসাররা৷