“আমার সামনে যদি কেউ পুলিশকে মারত, আমি তাদের মাথায় শ্যুট করতাম।’’ অভিষেকের এই মন্তব্য নিয়ে সুকান্তের অভিযোগের সারবত্তা নেই বলে, অভিষেককে কলকাতা পুলিশের ‘ক্লিনচিট আদালতে
“আমার সামনে যদি কেউ পুলিশকে মারত, আমি তাদের মাথায় শ্যুট করতাম।’’ অভিষেকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে করা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগের সারবত্তা নেই, জানাল কলকাতা পুলিশ।
বঙ্গ বিজেপির নবান্ন অভিযান কর্মসূচির দিন বিজেপি কর্মী-সমর্থকদের হাতে আক্রান্ত এক পুলিশ আধিকারিককে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে আসার পর অভিষেক দাবি করেছিলেন যে, তাঁর নিজের সামনে এই ঘটনা ঘটলে, তিনি সরাসরি বিজেপি দুষ্কৃতীদের মাথায় গুলি করতেন। অভিষেকের এই মন্তব্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল, এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে চায়নি পুলিশ। ফলত, বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই মামলায় বৃহস্পতিবার আদালতের কাছে কলকাতা পুলিশ জানিয়েছে, বিজেপির নবান্ন অভিযান কর্মসূচির পর অভিষেকের ওই মন্তব্যের ফলে কোনও অপরাধমূলক ঘটনার সন্ধান পাওয়া যায়নি। সুতরাং সুকান্ত মজুমদারের অভিযোগের সারবত্তা নেই বলেই দাবি পুলিশের। এ বিষয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন সুকান্ত। আদালত সেই অনুমতি দিয়েছে। আগামী ১৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।
প্রসঙ্গত, অভিষেকের এই মন্তব্যের পর পথে নেমেছিল বিজেপি। লালবাজার অভিযানেরও ডাক দেওয়া হয়েছিল। সেই অভিযান বিজেপির রাজ্য দফতর থেকে বেরিয়ে কলেজ স্ট্রিটেই শেষ হয়ে যায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্তের দাবি ছিল, রাজ্যে ‘ট্রিগার হ্যাপি’ পুলিশ উপহার দিতে চাইছেন অভিষেক। কিন্তু আদালতে সুকান্তের সেই দাবিও কার্যত ভুল বলে জানিয়ে দিল পুলিশ।