সংগ্রামী যৌথ মঞ্চ বনধ্ ডেকেছিল ডিএ-র (DA) দাবিতে শুক্রবার। এদিকে কড়া অবস্থান ছিল নবান্নের। প্রত্যেক কর্মচারীকে যোগ দিতে হবে কাজে। কোনও কর্মচারী ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ধরনের ছুটি নিতে পারবেন না। এমনকী কেউ হাফ ডে ছুটিও নিতে পারবেন না। অফিস কামাই করলে তা ‘ব্রেক ইন সার্ভিস’ বা কর্মজীবন থেকে একদিন বাদ হিসাবে গণ্য হবে বলেও জানানো হয়।
কিন্তু তারপরেও থেমে থাকেনি সরকারি কর্মচারীরা। কলকাতা-সহ জেলায় জেলায় সর্বত্র পালিত হয়েছে বনধ্।
এই ধর্মঘট নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, ক্ষমতা থাকলে বেতন কেটে বা ব্রেক ইন সার্ভিস করে দেখান। আমরা ওদের পাশে আছি।
৬ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী ধর্মঘটে শামিল হয়েছেন। সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই ধর্মঘট পালিত হয়েছে।