কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি৷ আগামী শুক্রবার, ২ সেপ্টেম্বর সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ আদালতের নির্দেশ মেনেই এবার দিল্লির বদলে কলকাতায় তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷
গতকাল মেয়ো রোডের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এই যে আজকে অভিষেক এত ভাল বক্তব্য রাখল, দেখবেন কালই হয়তো ওকে নোটিস ধরাবে৷’ অভিষেক নিজেও গতকাল বলেছিলেন, ‘এত বড় সমাবেশ, লিখে রাখুন চার পাঁচ দিনের মধ্যে কিছু একটা ঘটবে৷’ তাহলে কি মমমতা কিছু আঁচ করতে পেরেছিলেন, তাই কালকের সমাবেশ থেকে কর্মীদেরকে জানিয়ে রাখলেন যে অভিষককে ধরলে তোমরা হাঙ্গামার জন্য তৈরি থেক৷
কয়লা পাচার কাণ্ডে ফের ইডি তলব করল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ২৯ আগস্ট কলকাতায় তৃণমূলের ছাত্র সমাবেশের ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলের যুবরাজকে তলব করল ইডি। তবে এবার দিল্লি নয় আগামী ২ সেপ্টেম্বর কলকাতার ইডি-র অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কয়লা পাচার কাণ্ডে এবার দিল্লিতে নয় হাজিরা দিতে হবে কলকাতার অফিসে। এর আগেই ইডি অভিষেককে একাধিক বার দিল্লিতে তলব করেছিল।
এর আগে কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে অভিষেককে দীর্ঘ জেরা করেছে ইডি৷ কেন তাঁকে দিল্লিতে জেরা করা হবে, এই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রয়োজনে অভিষেক এবং তাঁর স্ত্রীকে কলকাতায় এসে জেরা করার জন্য ইডি-কে নির্দেশ দিয়েছিল আদালত৷ এই নির্দেশের পর অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও কলকাতার বাড়িতে এসে জেরা করেছিল ইডি৷ সূত্রের খবর, অভিষেককে জেরা করতে দিল্লি থেকে কলকাতায় আসবেন ইডি-র আধিকারিকরা৷
সূত্রের খবর, অভিষেককে তলব করার সঙ্গে সঙ্গেই গোটা বিষয়টি জানিয়ে রাজ্য পুলিশকে চিঠি দিয়েও নিরাপত্তার যাবতীয় আয়োজন করার জন্য অনুরোধ করেছে ইডি৷ এ মাসের শুরুতে কয়লা পাচার কাণ্ডে চার্জশিট জমা দিয়েছিল ইডি৷