যেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পাচ্ছে না সেখানে , ত্রিপুরাতে বছরে দুবার ডিএ দেবে সরকারি কর্মীদের, ঘোষণা করলো মমতা ব্যানার্জি।
বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাওনার দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন।
বিগত ১৫ দিন ধরে প্রায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন পাওনা বকেয়া ডিএ এর দাবিতে শহীদ মিনারের নিকটে সরব হয়ে আন্দোলন করছেন তারা। তাদের এই আন্দোলনে তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতি দুটি দাবী জানাচ্ছে।
১) রাজ্য সরকারি কর্মচারীদের তাদের প্রাপ্য বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।
২) সরকারি প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতিমুক্ত নিয়োগ চালু করতে হবে।
আন্দোলনে তারা তাদের ক্ষোভ প্রকাশ করে বলছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের বহু সময়ের বকেয়া মহার্ঘ ভাতা একদিকে দিচ্ছে না। আবার অন্যদিকে মুখ্যমন্ত্রী ত্রিপুরায় ভোটের প্রচারে গিয়ে নির্বাচনী ইশতেহারে সেখানে বছরে দুবার মহার্ঘ ভাতা দেওয়ার কথা (DA Announcement) বলছেন।