সাংবাদিকদের প্রশ্নে রেগে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ সোমবার এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC scam) সংক্রান্ত সিবিআই মামলায় আলিপুর আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতে যাওয়ার পথেই সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ। তখনি সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান তিনি।
এদিন স্পর্ধিত উত্তর দিয়েই এসএসসি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় সকলকে চুপ করিয়ে দিলেন।
ঠিক কী ঘটেছে আলিপুর আদালত চত্ত্বরে? ভার্চুয়াল শুনানি নিয়ে জটিলতার পর সিবিআইয়ের মামলায় সোমবার আদালতে নিয়ে আসা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ কি সত্যি? জবাবে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের দিকে আঙুল উঁচিয়ে ধমকে বলেন, ‘চুপ করে থাকুন!’
সম্প্রতি আদালত নির্দেশ দেয় ভার্চুয়ালি নয় আদালতে সশরীরে উপস্থিত হতে হবে পার্থকে। প্রথম দিকে পার্থ সশরীরে আদালতে হাজির হতে চাইলেও সেই অনুমতি দেওয়া হয়নি। আবার আলিপুর আদালতে তাকে সশরীরে হাজির হতে বললেও সম্প্রতি তা নিয়ে আপত্তি তুলেছিলেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। এ নিয়ে আলিপুর আদালত এবং প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের আবেদনের মধ্যেই গত শুক্রবার আদালত জানিয়ে দেয়, পার্থকে সশরীরে হাজির হতে হবে আদালতে। সেই মতো সোমবার আদালতে সশরীরে হাজির হন তিনি।