পৃথিবীর কোন আইনে আছে চোর চোরেদের শাস্তি দেবে

চোর

পার্থ চাকরি বিক্রি করেছেন। একা ? গত দশ বছর ধরে কয়েক হাজার কোটি টাকা দলের নেতারা তুলেছেন বাংলার লক্ষ লক্ষ মানুষ জানতেন । অভিষেক জানতেন না ? অবশ্যই জানতেন । তাহলে চুপ থাকতেন কেন ? মানিক ভট্টাচার্যের তোলা টাকা নিয়ম করে হরিশ চ্যাটার্জির বাড়িতে আসত না ? অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন সপ্তাহে তিন দিন প্রায় মাঝরাতে একাধিক এটাচি নিয়ে হরিশ চ্যাটার্জির বাড়িতে ঢুকতেন ?

কালীঘাটের ঝাড় লন্ঠন,চলমান সিড়ির আয়ের হিসেবটাও ইডিকে প্রকাশ করতে হবে।
অভিষেক কি করেন , যে তার চলমান সিঁড়ি সহ বাড়ি ? এই হিসেবটা কোথায় যাবে।

যখন গরু, কয়লা, পাথর এর টাকা রাতের অন্ধকারে ঘরে যার ঘরে ঢুকতো সে কে? সার বাংলা সেটা আজ জানে।

তাহলে যারা বিচারকের আসনে বসে এখন ভালো সাজছেন, পার্থকে দেখানদারি শাস্তি দিচ্ছেন তারও তো চোর। পৃথিবীর কোন আইনে আছে চোর চোরেদের শাস্তি দেবে?
যখন গরু, কয়লা, পাথর এর টাকা রাতের অন্ধকারে ঘরে ঢোকাতো সেই খোকন কি আলাদা খোকন ছিল ?