বিরোধীদের এই বৈঠকে পাটনায় যোগ দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা DMK নেতা এম কে স্ট্যালিন, NCP প্রধান শরদ পাওয়ার, দিল্লির এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী যথাক্রমে অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত মান।, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা JMM প্রধান হেমন্ত সোরেন, জম্মু কাশ্মীরের PDP-র প্রধান মেহবুবা মুফতি এবং সিপিমের কে যাবে তা এখনো ঘোষণা করেনি। আর মমতাতো সপরিবারে চলে গেছে যোগদান করতে ।
আজ থেকে বিকাশরঞ্জন ভট্টাচাৰ্য, সেলিম সাহেব, অধীরবাবুরা নতুন পথের সন্ধান পেলেন l পেলেন নতুন নেতৃত্ব l দেশকে দুর্নীতিমুক্ত করতে পাটনায় লালুপ্রসাদ যাদব এবং মমতা ব্যানার্জীরে নেতৃত্বে দেশের সব সৎ মানুষকে এক ছাতার তলায় নিয়ে আসবেন কংগ্রেস ও সিপিএম l দুর্নীতিমুক্ত ভারত এবার সময়ের অপেক্ষা l আজ গান্ধী ময়দানে একটাই স্লোগান, “দুনিয়ার সৎ এক হও”
এরা বিজেপির বিরুদ্ধে জিতবে এবং এতগুলো দল মিলিয়ে আমাদের দেশ চালাবে ।
আর এদের মনে করা গাধা গরু দেশবাসীর দল দেশটাকে তুলে দেবে ওদের হাতে ।