সোমবার বিকেলে সিবিআই হেফাজতে থাকা বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর খবর আসে। সূত্রের খবর, রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে লালনের দেহ। দাবি, পুলিশের কাছে সিবিআই জানিয়েছে আত্মহত্যা করেছে লালন। হেফাজতে এভাবে অভিযুক্তের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
বগটুই গণহত্যা কাণ্ডের (Bagtui Murder Case) মূল অভিযুক্তের মৃত্যুর কারণের সঠিক, নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতের কাছে আর্জি জানিয়েছে, সিবিআই হেফাজতে মৃত লালন শেখের মৃত্যু কী ভাবে হল তা জানতে তদন্ত হোক কর্মরত বিচারপতির নজরদারিতে। মামলার আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) চলতি মাসেই শুনানির সম্ভাবনা।