এদিন শুভেন্দুবাবু বলেন, ‘চোরের যে রানি, সর্দারিনী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিচারপতি গঙ্গোপাধ্যায় তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে বলেছেন OMR শিটের রেকর্ড নষ্ট করা হয়েছে। কত বড় ক্রাইম। এদের পুজোতে বাইরে রাখা উচিত নয়। ভিতরে রাখা উচিত। আর আমরা আশা করব শীত পেরিয়ে বসন্ত আসার আগে পিসি ভাইপো ভিতরে যাবে’।
এর আগে মঙ্গলবার দুপুরে চুঁচুড়ায় একই ধরণের মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সন্ধ্যায় শুভেন্দুবাবু যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন তাঁর পাশেই ছিলেন সুকান্তবাবুও।
সুকান্ত মজুমদারের পর এবার চলতি বছরের মধ্যেই পিসি – ভাইপো জেলে যেতে পারেন বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
একই সঙ্গে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৫ অগাস্টের ভাষণের অংশবিশেষ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষ একটা ছাদের জন্য হা হুতাশ করে। আর দেশের কিছু নেতা টাকা রাখার জন্য ঘর কিনছে। এটা বাঙালি হিসাবে আমাদের কাছে লজ্জার।’