এবার গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) ফ্ল্যাট থেকে উদ্ধার হল রহস্যজনক কিছু কাগজ।
হৈমন্তী এবং গোপালের একাধিক ফ্ল্যাটের খোঁজ পাওয়া গিয়েছে। তার মধ্যেই একটি ফ্ল্যাট রয়েছে বেহালতে। তবে তাঁরা ওই ফ্ল্যাটে মাঝে মধ্যে এসেই থাকতেন তা বলেছেন এলাকার মানুষজন। আর এর মধ্যেই ফ্ল্যাটের বাইরে পরে থাকা আবর্জনার স্তুপের মধ্যে থেকে মিলল একাধিক রহস্যময় রোল নম্বরের কাগজ। যেখানে স্পষ্ট সিরিয়াল নাম্বার করে লেখা আছে রোল নম্বর।
এই কাগজ আজ উদ্ধার হওয়ার পর ঘনীভূত হচ্ছে রহস্য। শিক্ষামহলের এবং তদন্তকারীদের একাংশ মনে করছেন, এগুলো আসলে রোল নম্বরই। তবে কীসের এই নম্বর, তা এখনও ধোঁয়াশায় ঢাকা।
কিন্তু ওই ফ্ল্যাটের সামনে কীভাবে ওই রোল নম্বরের কাগজ এল? তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি ওই ফ্ল্যাটের ভিতরে নিয়োগ দুর্নীতির একাধিক প্রশ্ন লুকিয়ে?
ঠিক যেভাবে নিয়োগসংক্রান্ত রোল নম্বরের সঙ্গে থাকে সিরিয়াল নম্বর লেখা, ওই কাগজেও সেই আদলেই রয়েছে নম্বরও। এই নোংরার স্তূপ থেকেই পাওয়া গিয়েছে কিছু শেয়ারের কাগজও। যেখানে সই রয়েছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। সেই কাগজে ঠিকানা হিসাবে উল্লেখ রয়েছে, কাঠুরিয়াপাড়া উত্তর বাকসাড়া। অর্থাৎ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ঠিকানা।