নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।এই দুর্নীতি মামলার শুনানিতে চলতি বছরের জানুয়ারি মাসে হাওড়া ও বীরভূম জেলার স্কুল পরিদর্শকদের আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু হাওড়ার স্কুল পরিদর্শক রিপোর্ট জমা দেননি। এর পরই আজকের মধ্যে স্কুল পরিদর্শককে আদালতে হাজির হতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তখন তাঁর আইনজীবী জানান, আজ হাজিরা দিতে সমস্যা আছে।
রীতিমতো ক্ষুব্ধ হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার পাঁচলায় ছিল মুখ্যমন্ত্রীর ‘প্রশাসনিক সভা’ সেই সভায় হাজির ছিলেন হাওড়ার স্কুল পরিদর্শক। ওদিকে তখন বিচারপতি জানতে চান, কী সমস্যা? তিনি কি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন? জবাবে আইনজীবী বলেন, না, উনি মুখ্যমন্ত্রী সভায় যোগদান করেছেন। ফলে আজ হাজিরা দিতে পারবেন না।
একথা শুনে আরও ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সভায় ডিআইয়ের কাজ কী? তিনি সেখানে কী করছেন? আজকেই হাজিরা দিতে হবে তাঁকে। নইলে পুলিশকে বলব তাঁকে ধরে আনতে।