কোটি কোটি টাকা লেনদেনের হদিশ পেয়ে মমতার পাড়া ভবানীপুরে তল্লাশি ইডির ( ED)।
সাত সকালে মঙ্গলবার ৫৬ শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে হানা দেয় ইডি।ভবানীপুরে অনেকের অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির লেনদেন হতো বলে দাবি ইডি আধিকারিকদের। টার্গেট মূলত নিম্নবিত্তরা।
এই অ্যাকাউন্ট গুলির মাধ্যমে বিপুল টাকা লেনদেন করা হয়েছে। সেই সূত্র ধরেছে এদিন সকাল থেকেই ভবানীপুরে অঙ্কিত সাহু নামে একজনের বাড়িতে হানা দিয়েছে ইডি। ই-নাগেটস গেমিং অ্যাপের নামে অঙ্কিতের অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সিতে লেনদেনের হদিস পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইডি।
ইডি সূত্রে খবর গত বছর গার্ডেন রিচে আমির খানের বাড়ি থেকে ১৭ কোটি টাকা উদ্ধারের ঘটনার পর তার সূত্র ধরেই এই খবর সামনে এসেছে। সেই মতই আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ইডি।
অঙ্কিত একেবারেই নিম্নবিত্ত পরিবারের ছেলে। অঙ্কিতের বাবা এক বেসরকারি অফিসে পিওনের কাজ করেন। ইডি সূত্রে খবর, অঙ্কিতের মত ছেলেদের অ্যাকাউন্ট ভাড়া করেই ক্রিপ্টোকারেন্সির লেনদেন চলত। আমির খানের ই-নাগেটসের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে বলেই তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
বর্তমানে অঙ্কিতকে জেরা করে রহস্যের কিনারা করতে চাইছে ইডি।