‘‘জেলে বসে অনুব্রত মণ্ডল মোবাইল ফোন ব্যবহার করছেন।’’ এই বিষয়ে তাঁর কাছে যাবতীয় ‘তথ্য প্রমাণ’ আছে বলেও তিনি দাবি করেন শুক্রবার বিকেলে বাঁকুড়ার ওন্দায় দলীয় এক জনসভা শেষে সংবাদমাধ্যমের সামনে ।
শুধু অনুব্রতই নয়৷ এদিন পার্থ চট্টোপাধ্যায়কেও জেলে আরামে রাখার অভিযোগ এনেছেন শুভেন্দু৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে তাঁর দাবি, ‘‘পার্থ চট্টোপাধ্যায় জেলে বেলের মোরব্বা খেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে জেলের মধ্যে আরামে রেখেছেন।’’ এক্ষেত্রেও তাঁর কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে দাবি করে শুভেন্দু বলেন, ‘সময় এলেই সঠিক প্রমাণ সামনে আনা হবে৷’’