দুটি মেইল আইডি থেকেই চাকরি কনফার্ম, কারা করেছিল? প্রভাবশালীদের যোগ আরও স্পষ্ট

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই নজরে ই-মেল আইডি। দুটি মেল আইডি থেকে চাকরি কনফার্ম করার মেইল এসেছিলো । অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করেই এমন দুটো মেইল আইডির হদিশ মিলেছে।

অযোগ্য প্রার্থীদের বয়ান অনুযায়ী, অযোগ্য প্রার্থীদের কয়েকজন যে সমস্ত এজেন্টকে টাকা দিয়েছিলেন, তারাই বলেছিলেন প্রথমে মেইল মারফৎ কনর্ফামেশন আসবে।পরে নিয়োগ সংক্রান্ত নথি মিলবে।

অযোগ্য চাকরিপ্রার্থীদের দাবি মেইল এলেও কোনও নিয়োগপত্র মেলেনি। সিবিআই সূত্রে দাবি, মেইলগুলো এসেছে সংস্থার নামে। সেই সংস্থা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে বলে দাবি সিবিআইয়ের।