কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই বিরোধীদের বৈঠক হতে পারে। চলতি মাসের ১৭ বা ১৮ তারিখে পাটনায় বৈঠকের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই নীতীশের দল জেডিইউ-এর নেতা দেবেশচন্দ্র ঠাকুর মুম্বইয়ে গিয়ে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
জেডিইউ-এর পক্ষ থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, সপা প্রধান অখিলেশ যাদব, আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি রাজার সঙ্গে পাটনার বৈঠকে হাজির থাকার বিষয়ে কথা চলছে।
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জায়িছেন, বিজেপিকে ঠেকাতে মমতার সাথে জোটবদ্ধ হতে তাঁদের কোনো আপত্তি নেই।
রাজ্যে যেখানে মমতার দুর্নীতির বিরুদ্ধে সরব সিপিএম ও কংগ্রেস, সেখানে সেই দুর্নীতি গ্রস্থ মহিলার হাত ধরে আবার রাজনৈতিক আঙিনায় ভেসে উঠতে চাইছে সীতারাম ইয়েচুরির ও রাহুল গান্ধীর মতো দেশদ্রোহী নেতারা ।
এখন দেখার এই দ্বিচারিতা বাংলার মানুষ কিভাবে নেবে?