সিবিআই সূত্রে খবর, জেরায় পার্থ বলেছেন, নিয়োগ সংক্রান্ত যে ফাইল তাঁর কাছে আসত তিনি তাতে শুধুমাত্র সই করে দিতেন৷
সূত্রের খবর এর আগে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের সময় তিনি শিক্ষাদফতরের প্রধান সচিবের উপরেই যাবতীয় দায় চাপিয়েছিলেন৷
এক্ষেত্রে তাঁর ক্ষমতা খুবই সীমিত ছিল বলেও দাবি করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ দফতরের আধিকারিকদের তিনি ভরসা করে ভুল করেছেন৷ সূত্রের দাবি অনুযায়ী, জেরায় পার্থ সিবিআই কর্তাদের বলেন, ‘আমি দফতরের আধিকারিকদের উপরে ভরসা করেছিলাম৷’ সিবিআই জেরায় এমনি বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
এই মুহূ্র্তে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এসএসসি-র আর এক প্রাক্তন উপদেষ্টা এস পি সিনহা সিবিআই হেফাজতে রয়েছেন৷ তিন জনকেই দফায় দফায় জেরা করছেন সিবিআই আধিকারিকরা৷ আর সেই জেরা চলাকালীনই পার্থ চট্টোপাধ্যায় নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের দায় শিক্ষা দফতরের আধিকারিকরদের উপরেই চাপিয়েছেন বলে সূত্রের খবর৷
সিবিআই সূত্রে খবর, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির দায় দফতরের আধিকারিকদের উপরে ঠেলছেন, তাই শিক্ষা দফতরের আরও বেশ কিছু কর্তাকে এবার তলব করা হতে পারে৷ প্রয়োজনে তাঁদেরকে পার্থর মুখোমুখি বসিয়ে জেরা করা হবে৷