Home Bengal News বসিরহাটে পঞ্চায়েত অফিসের ক্যান্টিনে দেদার মদ বিক্রির অভিযোগ ; উপপ্রধানের ইন্ধনেই মদ...
বসিরহাটে পঞ্চায়েত অফিসে ক্যান্টিনে মদ বিক্রির অভিযোগ। রাত দশটা নাগাদ পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। দীর্ঘদিন ধরেই মদ বিক্রি হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । বুধবার হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ এসে দোকান থেকে পাঁচ বোতল মদ উদ্ধার করে। দোকানে মালিককে আটক করে পুলিশ । স্থানীয়দের দাবি পঞ্চায়েতের উপপ্রধানের ইন্ধনেই মদ বিক্রি চলছিল।