বাংলার বাচ্চাদের জন্য সাড়ে চার টাকা আর বার্ধক্য ভাতা দুশো টাকা, মমতা সরকারের বরাদ্দ ।

 

ভাতার এক হাজার টাকার মধ্যে রাজ্য দেয় মাত্র 200 টাকা। বাকি 800 টাকা দেয় কেন্দ্র।
আর বাচ্চাদের জন্য সাড়ে চার টাকা বরাদ্দ করেছে মমতা সরকার ।

কি পুষ্টি পাচ্ছে বাংলার বাচ্চারা ? একটা ডিমের দাম যেখানে ৮ টাকা সেখানে বাচ্চারা কি খাবে ?
মানুষকে বোকা বানিয়ে চলছে এই সরকার ।

সেই সাড়ে চার টাকা আর দুশো টাকাতেও পড়ছে কোপ। মাত্র ৩ শতাংশ লোক বার্ধক্য ভাতা পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের থেকে পাঠানো টাকার প্রায় পুরোটাই চলে যাচ্ছে তৃণমূলের পকেটে ।

রাজ্য সরকার অর্থ মঞ্জুর না করায় বিভিন্ন ক্ষেত্রে ভাতা দেওয়া বন্ধ রয়েছে দীর্ঘ এক বছর । তার উপরে প্রায় চার বছর ধরে বরাদ্দ কোটার একটিও ফাঁকা না হওয়ায় নতুন করে ভাতার তালিকায় আর কেউ ঢোকেননি।

বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা সব বন্ধ । অথচ টাকা যে নেই তাও নয়, টাকা এসে পড়ে রয়েছে বিভিন্ন পুরসভায়। প্রাপকদের বক্তব্য, এই বয়সে ভাতার টাকাই সম্বল। তা না মেলায় সমস্যার মধ্যে থাকতে হচ্ছে।

আর বাচ্চাদের মিড্ ডে মিলের খাবারে তো কখনো টিকটিকি , কখনো সাপ আবার কখনো আরশোলা , যা খেয়ে প্রচুর বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে বারবার ।