বড় ধাক্কা খেল তৃণমূল, পঞ্চায়েত দখলের পথে বিজেপি!

BJP

আলিপুরদুয়ারের দুই পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় বড় ধাক্কা খেল তৃণমূল। উত্তরবঙ্গে শক্ত হল বিজেপির হাত।

বিজেপির জেলা সভাপতি ভূষন মোদক ও ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের উপস্থিতিতে শুক্রবার রাতে শালকুমার গ্রামপঞ্চায়েতের দুই সদস্য, গনেশ দাস ও যমুনা সরকার-সহ আরও বেশ কিছু তৃণমূল সদস্য যোগ দিলেন বিজেপিতে। শালকুমার গ্রামপঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ১৯। এতদিন পর্যন্ত তৃণমূলের সদস্য সংখ্যা ছিল ১১ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। জীবিত সদস্য সংখ্যা ছিল ১০। সেখান থেকে ২ জন যোগ দিলেন বিজেপিতে। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা কমে হল ৮ জন। আর বিজেপির সদস্য সংখ্যা বেড়ে হল ১০ জন। এর ফলে বিজেপি শাসক দলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে পারে।

তবে তৃণমূলের আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান মৃদুল গোস্বামী দাবি করেন, এই যোগদানের ফলে তৃণমূলের ওপর কোনও চাপ বাড়বে না। তবে হঠাত কেন ওই সদস্যরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, সে বিষয়ে না ওই তৃণমূল নেতা কিছু বলেন নি

ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মণের দাবি, যোগদান এই সবে শুরু। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে আরও অনেকে তৃণমূল ছাড়বেন।