মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করলেন নচিকেতা। একটা সময় কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন গায়ক। বিশ্বাসী ছিলেন মাওবাদে। তাঁর কথায়, ‘এখনো আমি কমিউনিস্ট। তবে আমি প্রাইভেট। আমার কোনো দল নেই।’
একা কিছু করা সম্ভব নয় বলেই মমতার হয়ে প্রচারে নেমেছিলেন তিনি। সেই থেকেই আলাপ পরিচয়। এখন তাঁদের সম্পর্কটা ভাইবোনের মতোই হয়ে গিয়েছে। খুব ঝগড়াও নাকি করেন তাঁরা, বলেন নচিকেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ তৈরি হওয়ার ব্যাপারে।
সাক্ষাৎকারে নচিকেতা স্পষ্ট বলেন, তিনি এখনো কমিউনিস্ট। কিন্তু তাঁর কোনো দল নেই। তবে বাম সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পথে নেমেছিলেন, তেমনি নেমেছিলেন নচিকেতা নিজেও। বহু মানুষ সুর চড়িয়েছিল প্রাক্তন সরকারের বিরুদ্ধে। কিন্তু নিশানা করা হয় তাঁকেই।
এতো মানুষ তাঁর ভক্ত, চোখ বন্ধ করে যাঁকে ভরসা করে জনগণ, সেই নচিকেতার কাছে ভোটে লড়বার প্রস্তাব আসেনি? মুচকি হেসে তাঁর জবাব,’আমাকে অনেকবার বলেছে। আমি প্রস্তাব ফিরিয়েছি। এমপি হব, কিন্তু সংসদে যাব না, মিটিং করব না, অন্যরা আমার কাজগুলো করবেন—এ আমার দ্বারা হবে না। আমি ভীষণ মাথাগরম লোক। আমি যে কাজ করিনি, সেটার ফল আমি নিতে পারব না। আমি হিপোক্রেট হতে পারব না।’