অমিত মালব্য টুইটে একটি ভিডিও শেয়ার করেছেন, পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের কট্টর বিরোধী তৃণমূল নেতা-মন্ত্রী অখিল গিরি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলছেন, “আমরা রূপ নিয়ে বিচার করি না। রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি। কিন্তু তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা!” এই ভিডিওতেই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ একপাশে দাঁড়িয়ে রয়েছেন। অখিল গিরির এ হেন বিতর্কিত মন্তব্যের পর নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে এই কুরুচিকর মন্তব্যের জেরে কেন্দ্রীয় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারসরব হয়েছেন। দেশের রাষ্ট্রপতি হলেন সাংবিধানিক প্রধান। গুরুত্বপূর্ণ পদে দায়িত্বাধীন। এবার তাঁর রূপ নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি।
রাজ্যের মন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার । তিনি টুইটে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই আদিবাসীদের বিরুদ্ধে ছিলেন। কখনওই রাষ্ট্রপতি মুর্মুকে সমর্থন করেননি। এবার এই ঘটনা।’
অখিল গিরির ভিডিও শেয়ার করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইটে লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়েই একজন আদিবাসীদের বিরুদ্ধে ছিলেন। তাঁর মন্ত্রী অখিল গিরি এটিকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন এবং রাষ্ট্রপতিকে তাঁর রূপ নিয়ে অপমান করছেন। কেন তিনি এবং তাঁর সরকার আদিবাসীদের এত ঘৃণা করেন?’