আগামী ৯ মার্চ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করা যাবে না। আজ বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।
আর এরপর দীর্ঘ শুনানি শেষে পঞ্চায়েত ভোট ঘোষণার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও একবার বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
কয়েকমাস আগে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবাধ এবং সুষ্ঠ পঞ্চায়েত ভোট করতে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন বলে কলকাতা হাইকোর্টে আবেদনে জানিয়ে ছিলেন বিরোধী দলনেতা।