বুধবার বিভিন্ন জায়গায় নতুন করে তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেও কি গিয়েছেন তাঁরা? উঠছে প্রশ্ন। কারণ দক্ষিণ কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় ঘুরে বেরিয়েছেন তাঁরা।
স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়–অর্পিতা মুখোপাধ্যায়কে মঙ্গলবার দিনভর জেরা করেছেন ইডি আধিকারিকরা। তারপর আজ, বুধবার বিভিন্ন জায়গায় নতুন করে তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি।
আজ, বুধবার টিটাগড় ওয়াগনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে হিন্দমোটরের মঞ্চ থেকে এজেন্সি সম্পর্কে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই তো ববি বলছিল, সকাল থেকে নাকি আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞেস করছে, বাড়ি কোথায়। আরে আমার বাড়ি তো সবাই চেনে, আয় না।’
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? শিল্পমঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এরা ভাবছে, এজেন্সি দিয়ে বাংলাকে জব্দ করবে, স্তব্ধ করবে। আমি বলি আগে রয়্যাল বেঙ্গলের সঙ্গে লড়ো, কুমিরের সঙ্গে লড়ো, সত্যিকারের সিংহের সঙ্গে লড়ো, হাতি মায়ের সঙ্গে লড়ো, এমনকী নেংটি ইঁদুরের সঙ্গে লড়ো।’