তাঁর ইন্ধনেই খুন হতে হয়েছে প্রসেনজিত দাসকে। ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে এই অভিযোগ পেয়েছে সিবিআই। সেই অভিযোগ খতিয়ে দেখতেই তাঁকে তলব। এমনটাই সিবিআই সূত্রে খবর। এ প্রসঙ্গে সিবিআই দফতরে ঢোকার আগে দেবরাজ জানান, ভিতর থেকে ঘুরে এসে তলবের সঠিক কারণ বলতে পারব। একজন আইন মেনে চলা নাগরিক হিসেবে ওদের তদন্তে সব সাহায্য করব। ওদের প্রশ্নের জবাবে আমার কাছে যা যা তথ্য আছে, সেটা দিয়ে সাহায্য করব।
সিবিআই সূত্রে খবর, ২০২১ সালের ২ মে দমদম পার্কের হরিচাঁদ পল্লির বাসিন্দা প্রসেনজিত দাসের নামে ওই বিজেপি কর্মী খুন হন৷ বাড়ির পাশ থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷ সিবিআই সূত্রে খবর, দেবরাজের বিরুদ্ধে খুনে উস্কানি দেওয়ার অভিযোগ তোলেন নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যরাই৷ সেই কারণেই দেবরাজকে তলব করা হয়েছে৷