আসানসোলে কম্বল বিতরণী কর্মসূচিতে প্রাণহানির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় শাসক দল সব দশ চাপাচ্ছে বিজেপির ওপর। এবার আসানসোলের দুর্ঘটনার জন্য কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থারকে দায়ী করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এছাড়া শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবিও জানালো কুনাল।
শুভেন্দুকে জড়িয়ে বিচারপতি রাজশেখর মান্থাকে নোংরা ভাষায় আক্রমণ করতেও ছাড়লো না কুনাল। শুভেন্দুকে রাজশেখর মান্থাই রক্ষাকবচ দিয়ে রেখেছে। বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দুর উপর সব এফআইআরে রক্ষাকবচ দিয়ে দিচ্ছেন। এমনকি শুভেন্দু যে অপরাধ করেননি, তার উপরেও আগাম রক্ষাকবচ দিয়ে দিচ্ছেন। বলছেন, আদালতের অনুমতি নিয়ে এফআইআর করতে হবে। এটা কী করে হয়? উনি কী জ্যোতিষী? এটা কোন দেশের আইন?’
এদিকে বিজেপির জিতেন তেওয়ারি নিজের কাঁধে দোষ নিচ্ছেন। তিনি বলেন যে, মানুষ মারা গেছে সেখানে দাঁড়িয়ে আমি কোনো রাজনীতি করবো না। যারা এই শোকের আবহে রাজনীতি করতে চাইছেন টরে করুক, আমরা করবো ন।