বাংলার জেলায় জেলায় চলছে কালবৈশাখীর তাণ্ডব, এই সপ্তাহেই কলকাতায় শুরু হবে কালবৈশাখীর দাপট

কালবৈশাখীর তাণ্ডব

কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি , কালবৈশাখী হচ্ছে। কিন্তু কলকাতা এখনও কালবৈশাখী পায়নি ৷ তবে এই সপ্তাহেই কলকাতায় শুরু হবে কালবৈশাখীর চরম দাপট৷

বৃহস্পতিবার থেকে কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে শহর কলকাতাতে । শুক্র, শনি ও রবিবার কালবৈশাখীর সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা৷ শনিবারে শহর কলকাতা দেখতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি৷

আবহাওয়া দফতর সূত্রে জানানো হচ্ছে যে , রাজ্যের আকাশ পরিষ্কার থাকলেও ঝড় বৃষ্টির খেলা শুরু হতে চলেছে মঙ্গলবার থেকেই। মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বে বেশ কিছু জেলায়।