সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার মঞ্চেই জোড়াফুলে যোগ দিলেন বাইরন বিশ্বাস। সাগরদিঘির বিধায়কের এই পদক্ষেপের জেরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীততে । সোমবার তৃণমূলে যোগে পরই সাংবাদিকদের মুখোমুখি হন বাইরন। তিনি বললেন,’আমার জয়ের পেছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না। আমি কংগ্রেসের ভোটে জিতিনি। জনগণ আমাকে ব্যাক্তিগতভাবে ভোট দিয়েছে।’
বাইরন বলেন,সাগরদিঘিতে যে জয়ী হয়েছি তার পেছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না। বরবারই আমরা তৃণমূল করে আসছি। তৃণমূলের কাছ থেকে টিকিট পাওয়ার চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্যবশত টিকিট পাইনি বলেই কংগ্রেসের কাছ থেকে টিকিট নিতে হয়েছিল। এই জয়ে কংগ্রেসের যদি অবদান থাকত তাহলে ২০২১ সালে একটা সিটেও কেন কংগ্রেস জিততে পারেনি। আমি বিশ্বাসঘাতকতা করে থাকলে আগামী দিনে মানুষ এক জবাব দেবে। তৃণমূলে যোগ দেওয়ার পরও বিপুল ভোটে জয়ী হতে পারব বলে বিশ্বাস করি। আরও ভালো ভাবে কাজ করতে পারব। কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলাম না। এটা বাস্তব। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। আর কোনও বিকল্প নেই। অধীরবাবু বিজেপির বিরুদ্ধে কোনও কথা বলছেন না। উনি বিজেপির বিরুদ্ধে লড়াই করেন না। এনিয়ে যতটা পেরেছি ওঁর সঙ্গে কথা বলেছি। সাগরদিঘির মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত।