মঙ্গলবারই আদালতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেছিলেন, ‘গত দেড় মাস ধরে গাদা গাদা পঞ্চায়েত মামলা হচ্ছে। সেসব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না। মানুষ ভাবছে আমরা কাজ করছি না। আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে।’
আর আজ বিচারপতি সিনহা বলেন, ‘খবরের কাগজে নাম ছাপাটা বড় কথা নয়। বড় কথা হল, একটু স্বস্তি পেতে মানুষ ছুটতে ছুটতে আদালতে আসছে। সাংবাদিকদের হয়তো হেডলাইন নিয়ে উৎসাহ থাকবে। কিন্তু আমরা এখানে শুধুমাত্র মানুষকে ন্যায় দিয়ে আসি। হেডলাইনে নাম ছাপার জন্য নয়’।
রাজ্যে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর থেকে মামলার বান এসেছে কলকাতা হাইকোর্টে। পঞ্চায়েত সংক্রান্ত মামলার জন্য অন্যান্য মামলার শুনানি করা যাচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বুধবার বিচারপতি অমৃতা সিনহা জানালেন, মামলার চোটে দুপুরের খাবার খাওয়ার সময় পাচ্ছেন না তিনি।
আদালতে অন্য মামলা শোনার সময় না দিতে পারায় আক্ষেপের সুর শোনা যায় তাঁর কণ্ঠে।