সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে আদালতকে অবমাননা করছে রাজ্য সরকার, এই ভাবেই আক্রমণ করলেন রাজ্য সরকারি কর্মচারীরা।বা মঙ্গলবার রাজ্য সরকার হলফনামা পেশ করে দাবি করে, সরকারি কর্মচারীদের কোনও ডিএই (DA) নাকি বাকি নেই। এই খবর শোনার পরই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সরকারি কর্মচারীরা।
দুর্গাপূজার অনুদান মামলায় রাজ্য সরকার হলফনামা পেশ করে দাবি করে, সরকারি কর্মচারীদের কোনও ডিএ বাকি নেই। এই খবর শোনার পরই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সরকারি কর্মচারীরা। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে মিথ্যেবাদী বললেন রাজ্য সরকারি কর্মীরা।
‘গত ৩০ অগস্ট রাজ্যজুড়ে কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা দু’ঘণ্টার কর্মবিরতিতে যোগ দিয়েছিলেন। সেদিনই দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত রাজ্য সরকারের বঞ্চনার প্রতি ধিক্কার জানিয়ে কর্মচারীরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।