রাজ্য সরকারি কর্মচারীদের একদিনের বেতন কাটার নির্দেশ দিয়েছে নবান্ন। এই ইস্যুতেই আন্দোলনকারী সরকারী কর্মচারী বা শিক্ষকদের গায়ে আঁচড় লাগলে ময়দানে নামার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ডিএ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি আগামী বুধবার ডিএ আন্দোলন মঞ্চের কিছুটা দূরত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা প্রসঙ্গেও মন্তব্য করেন শুভেন্দু।
কার্যত হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা বলেন, “কলকাতায় সভা করার অনেক জায়গা ছিল। ব্রিগেডে সভা হতে পারত। যদি কোনও আন্দোলনকারী সরকারী কর্মচারী বা শিক্ষকদের গায়ে আঁচড় লাগে, তাহলে বিরোধী দল হিসাবে আমরা তাঁদের পাশে থাকব। আক্রমণকারীদের বিরুদ্ধে মাঠে নামব।”
অন্যদিকে, কলকাতা থেকে রাজ্য সরকারি কর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “সব শোকজ লেটার ছিড়ে ফেলে দিন। সসমস্ত আইনি সুরক্ষা আমরা দেব। বিজেপি ক্ষমতায় এলে আমরা সার্ভিস ব্রেক হতে দেবো না। আপনারা আপনাদের লড়াই চালিয়ে যান।”