গতকাল, রবিবার সকালে হঠাৎই আসানসোল জেলে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। বুকে ব্যথা অনুভব করেন তিনি। দেরি না করে জেল থেকে কড়া পুলিশি পাহারায় দ্রুত অনুব্রতকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এমার্জেন্সিতে প্রায় ৩০ মিনিট ধরে কেষ্টর নানান শারীরিক পরীক্ষানিরীক্ষা চলে।
সূত্রের খবর অনুযায়ী, সেই সময়ই তাঁর নিরাপত্তার কারণে পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীদের দিকে তাকিয়ে অনুব্রত ডিএ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। উত্তরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা তাঁর দিকে তাকিয়ে শুধু মুচকি হাসেন বলে জানা গিয়েছে।
এক্ষেত্রে দলীয় প্রতিনিধি না হওয়া সত্ত্বেও কিভাবে অনুব্রত ডিএ প্রসঙ্গে প্রতিশ্রুতি দিয়ে বসলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলির একাংশ।
বিরোধীদের দাবী, সরকারের এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কেষ্ট এভাবে সিদ্ধান্ত নিচ্ছেন মানেই তিনি প্রভাবশালী। বলে রাখি, এর আগে এই প্রভাবশালী তত্ত্বের কারণেই খারিজ হয়েছে অনুব্রতর জামিন।