নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুর নাম প্রথম উঠে আসে জেলবন্দি তাপস মণ্ডলের মুখে। তিনি আদালতের বাইরে সংবাদমাধ্যমকে বলেছিলেন, সুজয়ের কাছে এজেন্টদের তালিকা এবং টাকা পৌঁছত। তিনি তা পাঠাতেন ‘এক ব্যক্তি’র কাছে। তদন্তকারীরা দেখেন, কালীঘাটের কাকুর পাঠানো নামের সিংহভাগই স্কুলে চাকরি পেয়েছেন। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। তাতে একটি আলাদা ফোল্ডারে চাকরিপ্রার্থীদের নামের তালিকা রয়েছে। সঙ্গে কে কত টাকা দিয়েছেন, তারও উল্লেখ রয়েছে। যার উপযুক্ত উত্তর দিতে না পারায় গ্রেফতার করা হয়েছে সুজয়কে।
ঠিক কী টুইট করেছেন শুভেন্দু? এই গ্রেফতারের ঘটনা রাতে প্রকাশ্যে আসতেই টুইট করেন বিরোধী দলনেতা। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী টুইটে দাবি করেছেন, ‘অবশেষে মাস্টারমাইন্ডদের কাছাকাছি পৌঁছচ্ছে আইনের হাত। কাউকে রেয়াত করা হবে না। সময় ঘনিয়ে আসছে। সকলকে জেলে যেতে হবে। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত।’ এই টুইটের সঙ্গে যুক্ত করেছেন একটি নামের তালিকা। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নাম উল্লেখ রয়েছে।