ফিরাদ হাকিমের হঠাত করে বিচারক আর বিচার বাবস্থার ওপর আস্থা বেড়ে গেলো কেন?
মঙ্গলবার তিহার যাত্রার পরেই ফিরহাদ যেটি বললেন সেটি হলো ‘কোর্টের বিষয়ে কিছু বলতে চাই না আমি। তবে বিচারের বাণী নীরবে, নিভৃতে কাঁদবে না। বিচার হবে। আমরা বিচারব্যবস্থার উপর বিশ্বাস করি। ভগবান যেমন কোনও অন্যায় করতে পারেন না, বিচারকও পারেন না। এটা আমি মন থেকে বিশ্বাস করি।
এই কথাগুলো থেকে কি মনে হচ্ছে না অনুব্রত মণ্ডলের সম্পর্কে তৃণমূলের যে অবস্থান হাকিম বাবু সেই অবস্থানের উল্টো দিকে হাঁটলেন!