বড়ঞার বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে দীর্ঘ তল্লাশির পর উদ্ধার হওয়া নথিতে মেলে পাঁচ জেলার চাকরিপ্রার্থীর তালিকা। মিলেছে কয়েক কোটি টাকার অঙ্কের হিসেবও।
জীবনকৃষ্ণের বাড়ি থেকে যে বিপুল পরিমাণ নথি মিলেছে তা থেকে বোঝা যাচ্ছে শুধু নবম দশম নয়, প্রাইমারি থেকে একাদশ দ্বাদশ সব ক্ষেত্রেই টাকা তুলেছেন এই জীবন। আবার চাকরির জন্য ছিল নির্দিষ্ট রেট। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ধার্য ছিল ২০-২২ লক্ষ টাকা। নবম ও দশম শ্রেণির ১৫-১৭ লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষক পদের জন্য দিতে হত ১০-১২ লক্ষ টাকা। গ্রুপ সি ও গ্রুপ ডি এর ক্ষেত্রে মাথাপিছু ধার্য ছিল ১০ ও ৮ লক্ষ টাকা।
সিবিআই সূত্রে দাবি, ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টাকার বিনিময়ে অজস্র চাকরি বিক্রিতে জড়িত এই বিধায়ক।