‘আনিস খানের হত্যার বিচার চাই’-এই দাবি নিয়ে কলকাতার রাজপথে মঙ্গলবার আন্দোলনে সামিল হয় বাম ছাত্রযুবরা। আর এই মিছিল নিয়েই তীব্র কটাক্ষের সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। তাঁর কথায়, ‘‘এটা বামেদের মিছিল নয়, সিপিআইএম- তৃণমূল মিলে বিরোধী শক্তি হিসেবে এ রাজ্যে বামেদের প্রাসঙ্গিক করে তুলতেই ‘সিপিমূল’-এর মিছিল ছিল।’’
সুকান্ত মজুমদারের প্রশ্ন, ‘‘বিজেপি কোনও আন্দোলন কর্মসূচি করতে গেলে পুলিশি অনুমতি না থাকলে তাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হয়। আর শহর কার্যত স্তব্ধ করে দেওয়া এদিনের বামেদের মিছিলকে সভাস্থল পরিবর্তন করে তৃণমূলের একুশে জুলাই মঞ্চের দিকে করা হলেও পুলিশ কেন নীরব থাকল? বিজেপির রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে পুলিশ অতিসক্রিয় থাকে। আর বামেদের ক্ষেত্রে কোনও রকম সক্রিয়তা কেন দেখাল না পুলিশ? এর থেকেই প্রমাণিত হয় তৃণমূল আর সিপিআইএমের মধ্যে এখনও ‘ফিশ ফ্রাই পলিটিক্স’ বজায় আছে।’
ইনসাফ সভার ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, ‘‘মানুষ নিজেদের দুঃখ দুর্দশার কথা জানানোর জন্য জমায়েত হয়েছিলেন । তার জন্য কেন পুলিশি অনুমতির প্রয়োজন হবে ? আমাদের ঘোষিত কর্মসূচি সফল ৷’’