নিয়োগ দুর্নীতিতে অভিষেকের নাম, কি বলছেন চাকরিপ্রার্থীরা

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। গতকাল এমনটাই নির্দেশ দিয়েছে আদালত।

এই আবহে, নিয়োগ দুর্নীতিতে প্রথম অভিষেকের নাম শুনে কী বলছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

আন্দোলনকারী চাকরি প্রার্থীরা বলেন, ‘ইডি-সিবিআই সম্পর্কে আদালতে অভিষেকের নাম এসে থাকলে, তকে যেতে হবে। দোষী হলে শাস্তিও পেতে হবে।’ তাদের কথা উচ্চপদস্থদের হাত না থাকলে নীচুস্তরে এত দুর্নীতি হওয়া কখনও সম্ভব নয়। তারা আরও বলেন, তদন্তের স্বার্থে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হলে তাহলে তাকেও যেতে হবে।

তারা আরো বলেন যে ,একের পর এক হেভিওয়েটের নাম আসবে, কিন্তু তাদের ন্যায্য হকের চাকরি তারা কবে পাবেন সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। আন্দোলনকারীরা বলেন, ‘প্রথম থেকেই জানতাম যে রাঘব-বোয়ালরা যুক্ত। এটা সবাই বুঝতে পেরেছিল যে হেভিওয়েট ছাড়া কোনওভাবে এই দুর্নীতি সম্ভব নয়। শুধু অভিষেক নয়, আরও অনেক প্রভাবশালীদের নাম আসবে এরপর।’

রাজ্যের বঞ্চনার অভিযোগে মাসের পর মাস রাস্তায় বসে দিন কাটাচ্ছেন এই হকের চাকরিপ্রার্থীরা।