রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলির কাছে রিপোর্ট তলব করার পরই রাজ্যের সাথে সংঘাতের সূত্রপাত ।
এপ্রিল মাসেই রিপোর্ট চেয়ে চিঠি পাঠানো হয়েছিল উপাচার্যদের। গত শুক্রবার আরও একটি চিঠি দেওয়া হয়। উত্তর না পেয়ে পরে রাজ্যপাল ফের একটি চিঠি দেন। তারপরও কোনও রিপোর্ট না আসায় কারণ দর্শাতে বলা হয়েছে উপাচার্যদের।
চিঠিতে লেখা হয়েছে, ‘আপনাকে সাপ্তাহিক রিপোর্ট দিতে বলা হয়েছিল। পরে মনে করিয়ে দেওয়ার (রিমাইন্ডার) জন্য আরও একটি চিঠি দেওয়া হয়। তারপরও কোনও রিপোর্ট কেন দেননি?’ তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এই আবহে উপাচার্যদের শোকজ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবারই সেই শোকজের চিঠি পেয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যএবং আরও কয়েকজনকে ওই চিঠি পাঠানো হয়েছে।