জনস্বার্থ মামলাকে পাশে রেখে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের সাক্ষাত্কার সম্প্রচারের অনুমতি দিয়েছিলো কলকাতা হাইকোর্ট। একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাতকার প্রচারের আগে তা বন্ধ করতে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। কিন্তু সেই আপিল শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল।
একটি বেসরকারি চ্যানেলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের সাক্ষাত্কার সম্প্রচারের আগে তা বন্ধের জন্য জনস্বার্থ মামলা হয় আদালতে। তবে সেই আবেদন শেষ পর্যন্ত গ্রাহ্য হয়নি।
ওই রিট পিটিশন করেছিলেন শেখ সইদুল্লা নামে এক নাগরিক। তিনি তাঁর আবেদনে জানিয়েছিলেন, এই ধরনের ইন্টারভিউের সঙ্গে বিচারব্যবস্থার মূল্যবোধ ও ব্যাঙ্গালোর প্রিন্সিপালের সঙ্গে বৈপরীত্য রয়েছে। এই ধরনের সাক্ষাত্কার বন্ধের জন্য অবিলম্বে নির্দেশ দেওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন। তবে সেই আবেদন শেষ পর্যন্ত গ্রাহ্য হয়নি। আবেদনকারী তার পক্ষে যথাযথ যুক্তি-তর্ক দিতে পারেননি। সেক্ষেত্রে রিট পিটিশন শুনানির কোনো বিশেষ কারণ নেই আদালত ইটা জানিয়ে দেয়।