একুশের বিধানসভার মতো পঞ্চায়েতেও কি আদৌ বাম-কংগ্রেস জোট হবে? আপাতত এই আলোচনায় সরগরম রাজ্য রাজনীতি৷ একুশের ভোটে বাম, কংগ্রেস, আইএসএফ একত্রিতভাবে লড়াই করেও ধুয়ে মুছে সাফ হয়েছিল৷ কিছুটা লাভবান হয়েছিল আইএসএফ৷
বিধানসভা ভোটে বামফ্রন্ট, কংগ্রেস ও ইন্ডিয়ান সেলুলার ফ্রন্টের মিলিত সংযুক্ত মোর্চা একেবারে মুখ থুবড়ে পড়ে। মোর্চার তরফে একটি আসনে জয়ী হয় আইএসএফ।
এদিকে লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী রাজ্যের অনুন্নয়ন, উত্তরবঙ্গ ভাগ হাজারও বিষয়ে নিয়ে কথা বললেও আসন্ন পঞ্চায়েত ভোটে বাম-কংগ্রেসের জোট নিয়ে একটি কথাও বলছে না৷ এই বিষয়ে কোনো মন্তব্যও করতে রাজি হননি অধীর৷ আগেরবার ঐক্যবদ্ধভাবে লড়তে গিয়ে যেভাবে বেইজ্জত হতে হয়েছিল কংগ্রেসকে সেটা যদি মনে থাকে তাহলে অধীরবাবুরা সেইদিকে হাঁটবেন না৷ অপরপক্ষ অবশ্য জোটের পক্ষে৷ এমন আবহে নীরব থেকে অধীর দু’পক্ষের জল্পনাকেই তাতিয়ে দিয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা৷