প্রাথমিক প্রশিক্ষণে ২১ কোটি টাকা তুলেছিলেন মানিক! বিস্ফোরক অভিযোগ তাপসের
প্রাইমারি টেট দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে রীতিমত তোলাবাজির অভিযোগ করেছেন তাঁরই ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি অভিযোগ করেছেন ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চাকরি বিক্রি করে ২১ কোটি টাকা তুলেছিলেন মানিক ভট্টাচার্য।
কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসতে চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে খোদ তদন্তকারী সংস্থার আর এবার বিতর্ক আরো উস্কে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের সহযোগী তাপস মণ্ডল। তাপসবাবুর দাবি, “নিয়োগ দুর্নীতি কাণ্ডে পড়ুয়াদের কাছ থেকে প্রায় ২১ কোটি টাকা তুলেছেন মানিক ভট্টাচার্য”, যা ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।