১৭ ফেব্রুয়ারি বাঁকুড়ায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নত ধরনের স্টেজ তৈরি করা হয়। সবেমিলিয়ে মাত্র ৪০ মিনিটের সভায় জন্য খরচ হয়েছে ৩-৪ কোটি টাকা। প্রশাসনিক সভার নাম করে সরকারের মোট ৭৮ লাখ টাকা খরচ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার ওই সভার খরচের হিসেবে দিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রবিরার একাধিক ট্যুইট করে শুভেন্দু দাবি করেছেন, ওই সভায় লোক আনতে ৭০০ বাস আনা হয়। এসব করতে ৭৮ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও সভার জন্য মোতায়েন করা হয়ে ৮০০০ পুলিস, এই টাকা এল কোথা থেকে? রাজ্যের এই আর্থিক সংকটের সময়ে ওই টাকা কি এসেছে মিড ডে মিলের টাকা থেকে? ওই বিপুল টাকা খরচ করে ছাত্রছাত্রীদের রাজনৈতিক বক্তৃতা শুনতে বাধ্য করা হয়েছে। বাঁকুড়ার ডিএম এর কাছে এর ব্যাখ্যা চেয়েছেন শুভেন্দু।
Rs. 78 lakh has been paid to hire 700 buses for transporting students & poor beneficiaries to attend CM @MamataOfficial's so-called Administrative Meeting at Bankura on 17th Feb.
Why're students being forced to listen to political speeches at the expense of the public exchequer? pic.twitter.com/N72Vg7geXW— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 19, 2023