পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্বেই অবাধ সন্ত্রাস (Panchayat Elections 2023)। বোমাবাজি, গুলিবৃষ্টি, এমন কি মৃত্যু পর্যন্ত্য হয়েছে দুজনের, তাণ্ডব চলেছে জেলায় জেলায়। সেই নিয়ে এবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে (Rajiv Sinha) নোটিস ইস্যু করতে চলেছে এসসি কমিশন (SC Commission)। দিল্লিতে তলব করা হবে রাজীব সিন্হাকে, জানালেন এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার ।
গোটা রাজ্যে প্রায় ২২ শতাংশ তফসিলি জাতির মানুষ রয়েছেন। মনোনয়নের সময় তাদের বেশিরভাগই আক্রান্ত। অরুণ হালদার বলেন, “রাজ্য নির্বাচন কমিশন সন্ত্রাস বন্ধ না করতে পারলে নির্বাচন স্থগিত রাখা উচিত। তফসিলি সম্প্রদায়ভুক্ত বেশিরভাগ মানুষ আক্রান্ত, আমরা মুখ বন্ধ করে বসে থাকব না। সোনামুখী ও ইন্দাসের বিধায়ক আক্রান্ত, দু’জন বিধায়ক তফসিলি সম্প্রদায়ভুক্ত।”
প্রসঙ্গত, রাজ্যে নির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকেই প্রত্যেক জেলায় চলেছে বোমাবাজি, গুলিবৃষ্টি, এমন কি মৃত্যু পর্যন্ত্য। আহত প্রায় একশোর কাছাকাছি। আর সেই পরিস্থিতিতে পুলিশকে কার্যত নির্বাক দর্শকের ভূমিকায় দেখা গিয়েছে। সেই নিয়ে বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের প্রধান বিচারপতি কমিশনকে উদ্দেশ্য করে বলেন, “আমরা নির্দেশ ফেলে রাখার জন্য দিইনি। বাস্তবায়নের জন্য দিয়েছি। যদি আমাদের রায় পছন্দ না হয়, তাহলে উচ্চ আদালতে যান। কিন্তু, উপেক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়নি। সময় চলে যাচ্ছে। আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে।”
এরপরই সন্ধ্যায় আদালত সুপারিশ দেয় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের প্রতিটি জেলায় কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের ।