কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগে সরব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কার্যত তুঙ্গে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত। আর এর সংঘাতের আবহেই রাজ্যকে বড় অঙ্কের অর্থ অনুমোদন কেন্দ্রীয় সরকারের।
শিক্ষা দফতরের জন্যে এই অনুমোদন করা হয়েছে বলে জানা যাচ্ছে। স্কুলের পরিকাঠামো সহ একাধিক ইস্যুতে বড় অঙ্কের এই টাকা শিক্ষাক্ষেত্রে রাজ্যকে দিচ্ছে কেন্দ্র
২০২৩ -২৪ শিক্ষাবর্ষের জন্যে বড় অঙ্কের এই টাকা মঞ্জুর করা হয়েছে বলে খবর। এছাড়াও রাজ্যের স্কুলগুলির পরিকাঠামো সহ অন্যান্য উন্নয়নের ক্ষেত্রেও বাড়তি বিপুল টাকা কেন্দ্র অনুমোদন করেছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে পর্যায়ক্রমে এই টাকা শিক্ষা দফতরকে দেবে কেন্দ্র। প্রথম দফার টাকা জুন মাসে রাজ্য পাবে বলে জানা যাচ্ছে।