অমিত শাহকে চারবার ফোন মমতার উনি, আমার ২০২৪ অবধি রাষ্ট্রীয় তকমাটা রেখে দিলে হয় না, অমিত শাহ বলেছেন না হয় না। আমাদের নির্বাচন কমিশন আপনাদের মত নয় তো। আপনি তো ভোট পাননি থাকবেন কি করে।’
সিঙ্গুরের জনসভা থেকে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৪ বার ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অমিত শাহ মমতাকে স্পষ্ট বুঝিয়ে দেন, নির্বাচন কমিশন নিয়ম মেনেই কাজ করেছে।
মমতা নাকি বলেছিলেন যে ,আমার ২০২৪ অবধি রাষ্ট্রীয় তকমাটা রেখে দিলে হয় না, অমিত শাহ বলেছেন না হয় না। আমাদের নির্বাচন কমিশন আপনাদের মত নয় তো। আপনি তো ভোট পাননি থাকবেন কি করে।’
কিছুদিন আগেই সর্বভারতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে যা তৃণমূলের কাছে একটি বড় ধাক্কা বলেই মনে করে রাজনৈতিক মহল।
এদিন শুভেন্দু বলেন, ‘আমি ব্যক্তিগত আক্রমণ ওনাকে (মমতা) করি না। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করছি। ২০১১ র পর উনি বদলে গেছেন কিনা, লাইফ স্টাইল চেঞ্জ হয়েছে কিনা? এখন দুটো চাটার ফ্লাইট একটা নিজের একটা ভাইপোর। ডোমজুড় থেকে সভা করতে গেলেন হেলিকপ্টারে।’