ব্যারাকপুরের বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেফতার করা হল কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিকে। তাঁর বিরুদ্ধে বড়তলা থানা ভারতীয় দ্বন্দ্ববিধির একাধিক ধারায় অভিযোগ এনেছে। এর মধ্যে শ্লীলতাহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাও আনা হয়েছে। এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলার আগে শারীরিক পরীক্ষার জন্য কৌস্তভ বাগচিকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে।
প্রসঙ্গত, সাগরদিঘির ফলপ্রকাশের পরই অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় , প্রশ্ন তোলেন, প্রদেশ কংগ্রেস সভাপতির মেয়ে ও গাড়িচালকের মৃত্যু নিয়ে। তার জবাব দিয়েছিলেন কৌস্তভ বাগচী।
মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বইয়ের সফট কপি, ছড়িয়ে দেওয়ারকথা বলেন তিনি। কৌস্তভ বাগচী বলেন, ‘দুটো whatsapp নম্বর দিয়েছি। দীপক ঘোষ মমতাকে নিয়ে যা লিখেছিলেন, তার সফট কপি চাইলেই যে কেউ পাবে। হুমকি ফোন আসছে। কোনও কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে।’
তারপরেই প্রতিহিংসামূলক গ্রেফতার করা হলো কৌস্তভ বাগচীকে।